মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নিলেন তারেক রহমান
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বিরের পরিবারের দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (৯ জানুয়ারি) রাজধানীর পান্থপথে মুসাব্বিরের বাসায় তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান সালাহউদ্দিন আহমদ। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি আজ এখানে এসেছি। মুসাব্বিরের স্ত্রী এবং তার সন্তানদের জন্য আমাদের পক্ষ থেকে যা কিছু সহায়তার প্রয়োজন সারা জীবনের জন্য আমরা তা করবো।’
তিনি বলেন, ‘মুসাব্বিরকে যেভাবে হত্যা করা হয়েছে, অনেকটা মনে হয় যেন পরিকল্পিতভাবে হয়েছে। যেটা সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুইজনকে শনাক্ত করাও হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’