তারেক রহমানের সফরসঙ্গী কারা?
অবর্ণনীয় নির্যাতন, কারাবাস আর নির্বাসনের দীর্ঘ ১৮ বছর পেরিয়ে বৃহস্পতিবার জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার সফরসঙ্গী হিসেবে থাকছেন স্ত্রী-কন্যাসহ আরও পাঁচজন।
সব ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টার আগেই তিনি ঢাকায় অবতরণ করবেন।
বিভিন্ন মাধ্যমে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান। ফ্লাইটটি (২৪ ডিসেম্বর) বুধবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টায় (বাংলাদেশ সময় রাত ১২ টায়) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হওয়ার কথা রয়েছে। তারেক রহমানের সঙ্গে সফরসঙ্গী হিসেবে একই বিমানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও আসছেন। সঙ্গে আরো থাকছে তার আদরের পোষা বিড়াল ‘জেবু’।
এই ফ্লাইটের বিজনেস ক্লাসে তারেক রহমান এবং তার পরিবারের পাশাপাশি আরও বেশ কয়েকজন সফরসঙ্গীর টিকিট কনফার্ম রয়েছে। তাদের মধ্যে রয়েছেন তারেক রহমানের মিডিয়া টিমের প্রধান আবু আবদুল্লাহ সালেহ, পারসোনাল অ্যাসিস্ট্যান্ট আব্দুর রহমান সানি ও তাবাসসুম ফারহানা নামে আরেকজন।
এছাড়া দলের বেশ কয়েকজন নেতাকর্মী নিজস্ব উদ্যোগে একই ফ্লাইটে টিকিট কেটেছেন। তারাও আসছেন বলে জানা গেছে।