Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সরকারের গানম্যান প্রত্যাখ্যান করলেন সাদিক কায়েমও

ছবি: সংগৃহীত

নিরাপত্তার জন্য সরকারের দেওয়া গানম্যান (নিরাপত্তারক্ষী) প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। এর আগে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাদিক কায়েম এ তথ্য জানান।

সাদিক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনলে নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ থাকত না। বরং প্রশ্ন থেকে যায়, কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

সাদিক কায়েম জানান, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হচ্ছেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে রয়ে যাচ্ছে। অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান দেওয়ার প্রস্তাব আসছে-এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তিনি দ্বিধা অনুভব করছেন।

তিনি বলেন, নিঃসন্দেহে সবার নিরাপত্তা প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই তাদের দাবি।

বিবৃতির শেষাংশে তিনি জানান, দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে তিনি নিজের জন্য সঠিক মনে করছেন না।

সম্পর্কিত খবর :