Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

কক্সবাজার-২

হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদ | ছবি: সংগৃহীত
কক্সবাজার-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এএইচএম হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন নির্বাচন কমিশন ট্রাইবুনাল।

শনিবার (১০ জানুয়ারি) আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন ট্রাইবুনাল এ সিদ্ধান্ত দেন।

শুনানীতে অংশগ্রহণ করেন- সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান সিদ্দীক, ব্যারিস্টার মোহাম্মদ শাহনেওয়াজ, ব্যারিস্টার মাহমুদ আল মামুন হিমু, অ্যাডভোকেট মো. সোহেল রানা এবং তালহা।

উল্লেখ্য, বিগত সরকারের আমলে ২০১৩ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে একটি কনটেম্পট অব কোর্ট ইস্যু করা হয়েছিল। গত ২ জানুয়ারী মনোনয়নপত্র বাছাইয়ের সময় উক্ত কারণ দেখিয়ে কক্সবাজার নির্বাচন রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন।

সম্পর্কিত খবর :