সমাবেশস্থলে যাচ্ছেন তারেক রহমান
রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় আয়োজিত গণসংবর্ধনার সমাবেশস্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটি বুলেটপ্রুফ লাল বাসে করে সমাবেশস্থলে যাচ্ছেন তিনি। ওই বাসের গায়ে লেখা ‘সবার আগে বাংলাদেশ’।
এর আগে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের ফ্লাইট সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ডের পর ফ্লাইটটি বেলা ১১টা ১০ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা করে।
স্থানীয় সময় বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ১২টা ৩৬ মিনিটে) হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে করে ঢাকার উদ্দেশে সপরিবারে যাত্রা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এদিকে, আজ সকাল থেকেই তিন’শ ফিট সড়ক পরিণত হয়েছে মানুষের মহাসমুদ্রে। ভোরের আলো ফোটার আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মী ও সমর্থকদের ঢলে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে পুরো সংবর্ধনাস্থল। কোথাও দাঁড়ানোর জায়গা নেই, জনস্রোতের মাঝে শুধু উচ্ছ্বাস আর প্রত্যাশা।
আজ সকাল ৮টার দিকে দৃশ্যটি আরও ঘনীভূত হয়। মঞ্চের সামনে তো বটেই, আশপাশের প্রতিটি জায়গায় দাঁড়িয়ে মানুষ অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার এক ঝলক দেখার জন্য। স্লোগান, ব্যানার, ফেস্টুন আর জাতীয় ও দলীয় পতাকায় পুরো এলাকা রঙিন হয়ে ওঠে।
সংবর্ধনাস্থলের মূল মঞ্চ প্রস্তুত রাখা হয়েছে। মঞ্চে ১৯টি চেয়ার রাখা হয়েছে। মঞ্চের চারপাশে ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। শৃঙ্খলা বজায় রাখতে স্বেচ্ছাসেবকরাও সক্রিয় রয়েছেন।