Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

রাতে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট

ছবি: সংগৃহীত
আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা দিতে সংবাদ সম্মেলন ডেকেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।

এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন ১১ দলের সমন্বয়ক ড. হামিদুর রহমান আযাদ।

তিনি জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে এ সংবাদ সম্মেলনে।

এর আগে আসন বণ্টন নিয়ে চলা টানাপোড়েনের মাঝে জরুরি বৈঠকে বসে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের শীর্ষ নেতারা। তবে এ বৈঠকে যোগ দেয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশ।

দুপুর পৌনে ২টার দিকে জামায়াতে ইসলামীর মগবাজার কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

জানা গেছে, উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য জরুরি এ বৈঠক ডাকা হয়।

সম্পর্কিত খবর :