Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করবেন তারেক রহমান

তারেক রহমান | ফাইল ছবি

আগামী ২২ জানুয়ারি সিলেট থেকেই নির্বাচনী প্রচার শুরু করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১২ জানুয়ারি) দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ গণমাধ্যমকে এ কথা জানান।

তিনি বলেন, ‘পীর-আউলিয়ার পূণ্যভূমি সিলেট থেকেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী প্রচারাভিযান শুরু করতে যাচ্ছেন। ২২ জানুয়ারি প্রথমে তিনি সিলেট শহরে হয়রত শাহজালাল (রহ.) এবং খাদিমনগরে হয়রত শাহ পরাণ (রহ) এর মাজার জিয়ারত করবেন। এই জিয়ারতের মধ্য দিয়ে চেয়ারম্যানের আনুষ্ঠানিক প্রচারাণা শুরু হবে।’

সিলেট শহরের পর সিলেট-ঢাকা মহাসড়ক পথে মৌলবীবাজার, হবিগঞ্জ, ব্রাক্ষণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ জেলা রয়েছে সেসব এলাকায় একটি করে পথসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান।

এদিকে তারেক রহমানের সিলেটে আগমন উপলক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিলেট জেলা বিএনপি ও মহানগর বিএনপি।

সম্পর্কিত খবর :