মুসাব্বির হত্যায় পরিবারের মামলা, আসামি অজ্ঞাত
রাজধানীর তেজগাঁও এলাকায় দুর্বৃত্তদের গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান মুসাব্বির হত্যার ঘটনায় তার পরিবার মামলা দায়ের করেছে। অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে এ মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সেই মামলায় নাম না জানা অজ্ঞাতপরিচয় ৩-৪ জনের বিষয়ে উল্লেখ করা হয়েছে।’
এদিকে, দলীয় পতাকায় মোড়ানো মরদেহবাহী গাড়িতে নিহত স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরকে নেওয়া হচ্ছে নয়াপল্টনে। দলীয় কার্যালয়ের সামনে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, বুধবার (৭ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারে স্টার কাবাবের গলিতে গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির। এ ঘটনায় কারওয়ান বাজার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সুফিয়ান মাসুদ নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুরুতর আহত মাসুদ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।