এনসিপি থেকে কয়েকজনের পদত্যাগের বিষয়ে যা বললেন আখতার হোসেন
জামায়াতে ইসলামীর সঙ্গে জোট নিয়ে আলোচনার জেরে দল ছাড়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন কেন্দ্রীয় নেতা। তবে এ পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না বলে মন্তব্য করেছেন সংগঠনের সদস্য সচিব আখতার হোসেন।
তিনি জানান, এ সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি।
রোববার (২৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ফ্যাসিবাদী আমলের নিপীড়নমূলক মামলায় জামিন নিতে আদালতে যান আখতার হোসেন। পরে সাংবাদিকদের সঙ্গে এক আলাপকালে তিনি এ কথা জানান।
এর আগে, শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপির জোট নিয়ে নীতিগত আপত্তি জানিয়ে আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর চিঠি দিয়েছে দলটির ৩০ নেতা। সেখানে উল্লেখ করা হয়, এই ধরনের জোট এনসিপির বহু কর্মী, সমর্থক এবং বিশেষ করে তরুণ প্রজন্মসহ নতুন ধারার রাজনীতিকে সমর্থন করা বহু সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ও হতাশা তৈরি করবে। অল্প কিছু আসনের জন্য কোনো জোটে যাওয়া জাতির সঙ্গে প্রতারণার সামিল বলেও জানান তারা।
প্রসঙ্গত, এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক তাজনূভা জাবীন ও সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা।