ভুলের জন্য ক্ষমা চাইলেন জামায়াত নেতা আজম খান
সম্প্রতি পীরগাছা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত একটি মতবিনিময় সভায় অসতর্কতাবশত দেওয়া এক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রংপুর মহানগরী আমীর মাওলানা এ টি এম আজম খান।
শনিবার (১০ জানুয়ারি) এক বিবৃতিতে তিনি জানান, ওই সভায় দলের একজন ঊর্ধ্বতন নেতার বক্তব্য উদ্ধৃত করতে গিয়ে কুরবানি সম্পর্কিত একটি তুলনামূলক শব্দচয়ন ব্যবহার করেছিলেন, যা মূলত ‘স্লিপ অব টাং’ বা অনিচ্ছাকৃত ভুল ছিল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে দৃষ্টিগোচর হওয়ার পর তিনি দ্রুত এর ব্যাখ্যা প্রদান করেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেন।
বিবৃতিতে আজম খান বলেন, 'আমি স্পষ্টভাবে বলতে চাই, পবিত্র কুরআন ও হাদিসে বর্ণিত হজরত ইবরাহিম (আ.) ও তার পুত্র হজরত ইসমাইল (আ.)-এর কুরবানির ঘটনা ইসলামের এক অতুলনীয় আদর্শ ও ত্যাগের দৃষ্টান্ত। এর সঙ্গে তুলনামূলক কোনো বক্তব্য দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং তা আমার বিশ্বাস ও আকিদার পরিপন্থি'।
তিনি বলেন, 'উক্ত বক্তব্যের কারণে আমি সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং যদি কোনো ভাই-বোন বা শুভানুধ্যায়ী কষ্ট পেয়ে থাকেন, তাহলে তাদের সবার কাছেও আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। ভবিষ্যতে বক্তব্য প্রদানের ক্ষেত্রে আরও সতর্ক থাকার অঙ্গীকার করছি।আল্লাহ আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে চলার তাওফিক দান করুন। আমিন'।