দলীয় মনোনয়ন না পেয়ে যে সিদ্ধান্ত নিলেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনটি শরিক দল জমিয়তে উলামায়ে ইসলামকে ছেড়ে দিয়েছে বিএনপি। এই আসন থেকেই মনোনয়নপ্রত্যাশী ছিলেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে মনোনয়ন না পেলেও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, বুধবার (২৪ ডিসেম্বর) কর্মী-সমর্থকরা রুমিন ফারহানার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করবেন।
বিএনপির মনোনয়ন না পেলেও নিজ এলাকায় নিয়মিত নির্বাচনী প্রচারণা চালিয়ে যান রুমিন ফারহানা। বিভিন্ন সভা-সমাবেশেও তিনি ইঙ্গিত দেন যে, দলীয় মনোনয়ন না পেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
মনোনয়ন না পাওয়ার প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘ইনশাআল্লাহ, সবার দোয়ায় আমি নির্বাচন করবো। আগামীকাল মনোনয়ন ফরম কিনবো। এত বড় দল (বিএনপি) তাদের নিজস্ব ভালো-মন্দ বিবেচনা করেই সিদ্ধান্ত নেয়। যেহেতু জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে জোট হয়েছে, তাই আসন দিতে হয়েছে।’
স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিলে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে তারা নিশ্চয়ই নেবেন। এতে আমার কিছু করার নেই।’