Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ছাড়লে মিলবে ৩০০০ ডলার!

ছবি: সংগৃহীত

স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করলে প্রত্যেক অভিবাসীকে ৩ হাজার ডলার করে দেবে ট্রাম্প প্রশাসন। পাশাপাশি নিজ দেশে ফেরার জন্য বিনামূল্যে দেওয়া হবে বিমানের টিকিটও।

সোমবার এই তথ্য নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস)। এর আগে এই সহায়তার পরিমাণ তুলনামূলক অনেক কম ছিল। বর্তমান প্রশাসন তা বাড়িয়ে ৩ হাজার ডলার নির্ধারণ করেছে।

ডিএইচএসের বিবৃতিতে বলা হয়, যেসব ব্যক্তি যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থান করছেন এবং চলতি বছরের শেষ নাগাদ দেশ ছাড়তে নাম নিবন্ধন করবেন, তারা এই ভাতা পাবেন। পাশাপাশি নিজ নিজ দেশে ফেরার জন্য বিনা মূল্যের বিমান টিকিটও দেওয়া হবে।

ডিএইচএসের সচিব ক্রিস্টি নোয়েম এক বিবৃতিতে বলেন, ‘অবৈধ অভিবাসীদের এই সুযোগ কাজে লাগিয়ে স্বেচ্ছায় দেশ ছাড়তে হবে। তারা যদি তা না করে, তাহলে আমরা তাদের খুঁজে বের করব, গ্রেপ্তার করব এবং তারা আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরতে পারবে না।’

চলতি বছরের মার্চ মাসে ট্রাম্প প্রশাসন ‘সেলফ-ডিপোর্টেশন’ প্রক্রিয়া সহজ করতে ‘সিবিপি হোম’ নামে নতুনভাবে ব্র্যান্ড করা একটি অ্যাপ চালু করে। এর আগের সংস্করণ ‘সিবিপি ওয়ান’ অ্যাপটি বাইডেন প্রশাসনের সময়ে অভিবাসীদের বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ দিতে ব্যবহৃত হতো।

ডিএইচএস জানায়, মে মাসে তাদের হিসাব অনুযায়ী, বৈধ কাগজপত্রহীন একজন অভিবাসীকে গ্রেপ্তার, আটক ও দেশে ফেরত পাঠাতে গড়ে প্রায় ১৭ হাজার ডলার ব্যয় হয়।

উল্লেখ্য, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার সময় ট্রাম্প রেকর্ডসংখ্যক অভিবাসী বহিষ্কারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সমালোচনা ও বিরোধিতা সত্ত্বেও তার প্রশাসন অভিবাসনবিরোধী অভিযান জোরদার করেছে। বছরে ১০ লাখ অভিবাসী বহিষ্কারের লক্ষ্য থাকলেও চলতি বছরে এখন পর্যন্ত প্রায় ৬ লাখ ২২ হাজার অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠাতে পেরেছে প্রশাসন।



সম্পর্কিত খবর :