Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

নাজমুলকে অব্যাহতি

অর্থ কমিটির দায়িত্বে আমিনুল

এম নাজমুল ইসলাম ও আমিনুল ইসলাম | ছবি: সংগৃহীত
ক্রিকেটারদের আলটিমেটামের মুখে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে এম নাজমুল ইসলামকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বিকেলে বিসিবির সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ক্রিকেটারদের নিয়ে নাজমুলের বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে বুধবার রাতে তার পদত্যাগ চেয়ে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। দুপুরের মধ্যে সময়ও বেঁধে দেওয়া হয়। তবে নাজমুল পদত্যাগ করেননি।

এরপর বিকেলে ক্রিকেটাররা আরেকটি সংবাদ সম্মেলনে পদত্যাগের দাবিতে নিজেদের অনড় অবস্থানের কথা জানান। এ বিষয়ে ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণাও চান তারা।

এর কিছুক্ষণ পরই বিসিবি অর্থ কমিটি থেকে পরিচালক নাজমুলকে সরিয়ে দেওয়ার কথা জানায়।

সংবাদবিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক কিছু ঘটনার পর্যালোচনা এবং সংস্থার সর্বোত্তম স্বার্থ বিবেচনায় নিয়ে বিসিবি সভাপতি তাৎক্ষণিকভাবে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। সিদ্ধান্তটি বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদের আওতায় বিসিবি সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে গ্রহণ করা হয়েছে এবং এর উদ্দেশ্য বোর্ডের কার্যক্রম যেন নির্বিঘ্ন ও কার্যকরভাবে চলতে পারে, তা নিশ্চিত করা।

সংবাদবিজ্ঞপ্তিতে, পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি আমিনুল ইসলাম অর্থ কমিটির প্রধানের দায়িত্ব পালন করবেন বলেও জানানো হয়।

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে পরিচালক নাজমুল ইসলামের বিরুদ্ধে ক্রিকেটারদের নিয়ে একের পর এক আপত্তিজনক মন্তব্যের অভিযোগ উঠছে। এসব মন্তব্যের কারণে তার পদত্যাগ দাবিতে আল্টিমেটাম দেয় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। অন্যথায়, বিপিএলসহ সব ধরনের খেলা বয়কটের ঘোষণাও দেয় সংগঠনটি।

সম্পর্কিত খবর :