অধিনায়ক স্কট এডওয়ার্ডস
টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের
আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে নেদারল্যান্ডসের ক্রিকেট বোর্ড (কেএনসিবি)। ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত চলবে এই বৈশ্বিক আসর। ডাচদের এই অভিযানে নেতৃত্ব দেবেন উইকেটকিপার–ব্যাটার স্কট এডওয়ার্ডস।
ঘোষিত দলে অভিজ্ঞতার ঘাটতি নেই। আগের বিশ্বকাপগুলোতে খেলা একাধিক পরিচিত মুখ এবারও ভরসা হয়ে থাকছেন নেদারল্যান্ডস শিবিরে। এশিয়ার কন্ডিশনে আগে খেলার অভিজ্ঞতাকেই বড় শক্তি হিসেবে দেখছে দল পরিচালনা কমিটি।
২০ দলের বিশ্বকাপে নেদারল্যান্ডসের যাত্রা শুরু হবে সাবেক চ্যাম্পিয়ন পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে। ৭ ফেব্রুয়ারি কলম্বোতে হবে এই ম্যাচ। এরপর ১০ ফেব্রুয়ারি নামিবিয়া এবং ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ডাচরা।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে অপেক্ষা করছে সবচেয়ে বড় পরীক্ষা। ১৮ ফেব্রুয়ারি সহ–আয়োজক ও বর্তমান চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে খেলবে নেদারল্যান্ডস। ম্যাচটির ভেন্যু আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম।
দল ঘোষণার পর নির্বাচক রায়ান কুক জানান, এশিয়ার উইকেটে খেলার বাস্তব অভিজ্ঞতাই এই বিশ্বকাপে নেদারল্যান্ডসকে লড়াইয়ে টিকিয়ে রাখবে বলে তারা আশাবাদী।
নেদারল্যান্ডসের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস দে লিডে, আরিয়ান দুত্ত, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন-ক্যাশেট, ম্যাক্স ও’ডাউড, লোগান ভ্যান বিক, টিম ভ্যান ডার গুগটেন, রুলফ ভ্যান ডার মার্ভে, পল ভ্যান মিকেরেন ও সাকিব জুলফিকার।