রোনালদোর রেকর্ড ছুঁলেন এমবাপ্পে
রিয়াল মাদ্রিদের হয়ে নতুন ইতিহাসে নাম লেখালেন কিলিয়ান এমবাপ্পে। লা লিগায় সেভিয়া–র বিপক্ষে ২–০ গোলের জয়ে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে তিনি ক্লাবের হয়ে এক বর্ষপঞ্জি বছরে ৫৯ গোলের রেকর্ড স্পর্শ করেন। এই কীর্তি আগে গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
শনিবারের ম্যাচে প্রথমার্ধে জুড বেলিংহাম রিয়ালকে এগিয়ে দেন। ম্যাচের শেষ দিকে এমবাপ্পের পেনাল্টি গোলেই জয় নিশ্চিত হয়।
নিজের প্রথম মৌসুমেই রোনালদোর রেকর্ড ছোঁয়ায় উচ্ছ্বাস প্রকাশ করে এমবাপ্পে বলেন, রিয়াল মাদ্রিদের ইতিহাসের সেরা খেলোয়াড়ের পাশে নিজের নাম থাকা তার জন্য বড় সম্মান।
এই জয়ে রিয়াল মাদ্রিদ লা লিগা পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। তাদের সংগ্রহ ৪২ পয়েন্ট, শীর্ষে থাকা বার্সেলোনা–র থেকে এক পয়েন্ট পিছিয়ে।
২০ ডিসেম্বর ছিল কিলিয়ান এমবাপ্পের ২৭তম জন্মদিন। আর এদিনই রিয়াল মাদ্রিদের হয়ে খেলতে নেমে ‘আইডল’ ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ডে ভাগ বসিয়েছেন এই ফরাসি তারকা।