দেশের বাজারে আবারও কমলো স্বর্ণের দাম
দেশের বাজারে একদিনের ব্যবধানে ভরিতে প্রায় দেড় হাজার টাকা কমেছে স্বর্ণের দাম। ১৪৫৭ টাকা কমে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭২৪ টাকা।
বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে নতুন এই দাম প্রকাশ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। নির্ধারিত দামে ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ১২ হাজার ৬৩৪ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৫১ হাজার ৮০৬ টাকায়।
শুক্রবার থেকে নতুন এই দাম কার্যকর হবে বলেও জানিয়েছে সংগঠনটি।
এর আগে, সবশেষ গত বছরের ৩১ ডিসেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ২ হাজার ৭৪১ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।