সঞ্চয়পত্রের সুদহার কমানোর সিদ্ধান্ত স্থগিত
সঞ্চয়পত্রের মুনাফার হার কমানোর সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। এর ফলে চলতি বছরের প্রথম ছয় মাস আগের হারেই মুনাফা পাবেন বিনিয়োগকারীরা।
রোববার (৪ জানুয়ারি) নতুন মুনাফার হার বাতিল করে পুরোনো হার বহাল রাখার প্রজ্ঞাপণ জারি করার জন্য অভ্যন্তরীণ সম্পদ বিভাগকে (আইআরডি) অনুরোধ করে অর্থ বিভাগ। এখন আইআরডি এই সংক্রান্ত প্রজ্ঞাপণ জারি করবে।
এর ফলে সঞ্চয়পত্রে বিনিয়োগকারীরা ২০২৫ সালের ১ জুলাই থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত যে হারে মুনাফা পেতেন, আগামী ছয় মাস সেই হারেই মুনাফা দেওয়া হবে।
গত ২৮ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সব ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার কমানো হয়েছিল। এতে সাধারণ মধ্যবিত্ত ও সীমিত আয়ের বিনিয়োগকারীরা বিপাকে পড়ে যান। এমন অবস্থায় আগের হারই বহাল রাখা হলো।