Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় (ডিআইটিএফ) বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন | ছবি: সংগৃহীত
দেশের ব্যবসা-বাণিজ্যের প্রসার ও উদ্ভাবনী সক্ষমতা প্রদর্শনের লক্ষ্য নিয়ে পর্দা উঠলো ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ)।

শনিবার (৩ জানুয়ারি) পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) এই মেলা উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

উদ্বোধনী বক্তব্যে বাণিজ্য উপদেষ্টা মেলাটিকে বাংলাদেশের অর্থনৈতিক ইতিহাসের একটি মাইলফলক হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, ‘বাণিজ্য মেলা কেবল পণ্য বিক্রির জায়গা নয়, এটি আমাদের নতুন নতুন উদ্যোগ ও সৃজনশীলতার এক বিশাল প্রদর্শনী।’

তিনি আশা প্রকাশ করেন, এই প্ল্যাটফর্মের মাধ্যমে দেশি উদ্যোক্তারা আন্তর্জাতিক বাজারের চাহিদার সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিতে পারবেন।

এবারের মেলা সাজানো হয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা ও পরিবেশবান্ধব চিন্তা নিয়ে- মেলা প্রাঙ্গণে পলিথিন ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে পরিবেশবান্ধব ব্যাগ সরবরাহ করা হচ্ছে।

এবার দেশি-বিদেশি মিলিয়ে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট মেলায় অংশ নিচ্ছে।

বিস্তারিত দেখুন ভিডিওতে:

সম্পর্কিত খবর :