নতুন বছরে দেশের বাজারে কমছে স্বর্ণের দাম
দুই দিনের ব্যবধানে দেশের বাজারে স্বর্ণের দাম আরেক দফা কমছে। নতুন দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে প্রায় ২ লাখ ২৪ হাজার টাকা।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি স্বর্ণের এই নতুন দাম সমন্বয়ের ঘোষণা দেয়। এই দাম আগামীকাল বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।
জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। এ কারণে গ্রাহক পর্যায়ে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। দেশের বাজারে সর্বশেষ গত মঙ্গলবার স্বর্ণের দাম ভরিতে আড়াই হাজার টাকা কমেছিল। তাতে প্রতি ভরি স্বর্ণের দাম কমে ওই দিন দাঁড়ায় প্রায় ২ লাখ ২৭ হাজার টাকায়। এ দামেই আজ পর্যন্ত স্বর্ণ বিক্রি হয়েছে।
এর আগে গত সোমবার স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ১৪৯ টাকা বেড়েছিল। এতে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয় ২ হাজার ২৯ হাজার ৪৩১ টাকা। দেশের ইতিহাসে সেটিই ছিল এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।
জুয়েলার্স সমিতির ঘোষণা করা নতুন দাম অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার থেকে ২২ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় বিক্রি হবে। এ ছাড়া ২১ ক্যারেটের স্বর্ণ ২ লাখ ১৪ হাজার ৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৩ হাজার ৪১৬ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৫২ হাজার ৮৫৭ টাকায় বিক্রি হবে।