বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রতারণার বিষয়ে সতর্কবার্তা
বাংলাদেশে বিশ্বব্যাংকের নাম ও লোগো ব্যবহার করে প্রতারণার খবরের প্রেক্ষিতে বিবৃতি দিয়েছে ঋণদাতা সংস্থাটি। যেখানে, সাধারণ মানুষকে ফি’র বিনিময়ে বিশ্বব্যাংক থেকে ঋণ দেওয়ার নামে প্রতারণামূলক কার্যক্রমের ইস্যুতে সতর্কবার্তা দেওয়া হয়।
সংস্থাটি বলছে, বিশ্বব্যাংক কোন ব্যক্তিকে সরাসরি ঋণ প্রদান করে না এবং কারও কাছে ব্যক্তিগত আর্থিক তথ্য জানতে চায় না।
বিশ্বব্যাংকের নামে প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানায় সংস্থাটি।
জানা গেছে, ভুয়া ওয়েবসাইট খুলে বিশ্বব্যাংকসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার নাম, লোগো ও পরিচয় ব্যবহার করে অনলাইনে কম সুদে ঋণের প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল একটি আন্তর্জাতিক প্রতারক চক্র।
ইতোমধ্যে বিশ্বব্যাংক, আইএফএডি এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থা বাংলাদেশ পুলিশকে বিষয়টি অবহিত করেছে। একই পদ্ধতিতে দেশের বিভিন্ন স্থানে অনেক ব্যক্তি প্রতারণার শিকারও হয়েছেন এবং বিভিন্ন ইউনিটে একাধিক মামলা দায়ের হয়েছে।