ধর্মঘট প্রত্যাহারের পর খুলছে দোকান, মিলছে না এলপিজি
ধর্মঘট প্রত্যাহার করে শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকেই এলপিজির দোকান খুলেছেন ব্যবসায়ীরা। কিন্তু মিলছে না সিলিন্ডার।
শুক্রবাররাজধানীর বিভিন্ন এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতির কোষাধ্যক্ষ মো. আবু তাহের কোরায়েশী স্টার নিউজকে জানান, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)’র সঙ্গে বৃহস্পতিবার আলোচনার পর থেকে এখন পর্যন্ত কোনো এলপিজি পাননি আমদানিকারকদের কাছ থেকে। চলমান সংকট নিরসনে আরও এক সপ্তাহ লাগতে পারে।
এদিকে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দাবি মেনে নেওয়ার আশ্বাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ব্যবসায়ীদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করা হয়।
এদিন বিকেলে এলপিজি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সেলিম খান ধর্মঘট তুলে নেওয়ার ঘোষণা দেন।
রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ভবনে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কার্যালয়ে বিইআরসি’র চেয়ারম্যান জালাল আহমেদ ও ব্যবসায়ীদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে এলপিজির দাম ভোক্তা পর্যায়ে সর্বনিম্ন দেড় হাজার টাকা নির্ধারণের দাবি জানান ব্যবসায়ীরা। একইসঙ্গে কমিশন বাড়ানোরও প্রস্তাব করেন তারা। এ সময় তাদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেয় বিইআরসি।