১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে চাঁদাবাজি চলবে না: জামায়াত নেতা
১২ ফেব্রুয়ারির পর চাঁপাইনবাবগঞ্জে আর কোনো চাঁদাবাজি চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগরী দক্ষিণের জামায়াতে ইসলামীর আমীর মো. নূরুল ইসলাম বুলবুল। তিনি চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ।
শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে আয়োজিত ‘চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায় ক্ষেত্রের সমস্যা চিহ্নিতকরণ: করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘কারা চাঁদাবাজি আর সন্ত্রাসী করছে জনগণ দেখে এবং জানে। জনগণ এর জবাব ব্যালটের মাধ্যমেই দিবে। বর্তমানে ব্যবসা-বাণিজ্যে দুটি চ্যালেঞ্জ রয়েছে, একটি হচ্ছে চাঁদাবাজি আরেকটি হচ্ছে সন্ত্রাস। এই সন্ত্রাস আর চাঁদাবাজদের কারণে দেশি-বিদেশি ব্যবসায়ীরা বাংলাদেশে নির্বিঘ্নে ব্যবসা-বাণিজ্য করতে পারছে না। ফলে বাংলাদেশের অর্থনীতিতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। সন্ত্রাস ও চাঁদাবাজ থেকে ব্যবসায়ীদেরকে রক্ষা করতে হলে প্রয়োজন দুর্নীতিমুক্ত সৎ যোগ্য নেতৃত্ব।’
এ সময় তিনি আরও বলেন, ‘৫৪ বছরের বাংলাদেশের রাজনীতিতে দেশপ্রেমের অভাব। এই বস্তা পচা রাজনীতিতে জনগণের অধিকার অগ্রাধিকার দেওয়ার পরিবর্তে দলীয় নেতাকর্মীদের স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দল বিরোধী দলকে দমন-নিপীড়নের সর্বোচ্চ জুলুম-নির্যাতন চালিয়েছে। এই ৫৪ বছরের রাজনীতিতে ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে সন্ত্রাস আর চাঁদাবাজের হাত বদল হয়ে যায়। কিন্তু সন্ত্রাস আর চাঁদাবাজ বন্ধ হয় না।’
নূরুল ইসলাম বুলবুল বলেন, ‘৫ আগস্ট আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এই দেশ থেকে সন্ত্রাসী-চাঁদাবাজি বন্ধ হয়নি বরং সন্ত্রাস-চাঁদাবাজের হাত বদল হয়েছে। ক্ষমতায় যাওয়ার আগেই ঠিকাদারদের খাম ব্যতীত কোনো কাজ দেওয়া হয় না।এসব খাম কার বাসায় যায়, কোথায় যায় সবই আমাদের জানা আছে। আগামীর বাংলাদেশে আমরা খাম চালাচালি বন্ধ করবো। কোনো উন্নয়ন মূলক কাজে কোনো ঠিকাদারকে এক টাকাও কাউকে চাঁদা দিতে হবে না। কোনো ব্যবসায়ী কাউকে চাঁদা দিয়ে ব্যবসা করা লাগবে না। প্রত্যেকে নিজ নিজ ব্যবসা-বাণিজ্য স্বাধীনভাবে করার সুযোগ লাভের জন্য সন্ত্রাস আর চাঁদাবাজদের ব্যালটের মাধ্যমে বয়কট করতে হবে।’
তিনি নতুন বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনের হল রুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনটির সভাপতি মো. আলাউদ্দীন এবং পরিচালনা করেন সেক্রেটারি মো. তরিকুল আলম মোল্লা। সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান,সাবেক মেয়র মো. নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মোখলেসুর রহমানসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীগণ।