ম্যাজিস্ট্রেটের কাজে বাধা: কলমাকান্দার সেই চেয়ারম্যান বরখাস্ত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
শনিবার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কাজে সহায়তা করার পরিবর্তে বাধা প্রদান করেন এবং ক্ষমতার অপব্যবহার করে অসদাচরণ করেন, যা প্রশাসনিক শৃঙ্খলা ও প্রচলিত আইনের পরিপন্থী। এ কারণে ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৩৪ (৪) ধারার (ঘ) উপধারায় বর্ণিত অপরাধ সংঘটিত হওয়ায় তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এর আগে শুক্রবার কলমাকান্দা উপজেলার লেংগুড়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদুর রহমান। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রমে বাধা দেন এবং ইউএনওর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান।
ভিডিওতে আরও দেখা যায়, ইউএনও তার দায়িত্ব ও আইনগত ক্ষমতা ব্যাখ্যা করতে গেলে চেয়ারম্যান দাবি করেন, তার ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হলে চেয়ারম্যানের অনুমতি নিতে হবে এবং তা আইন দ্বারা নির্ধারিত। তবে এ ধরনের কোনো বিধান বা আইন প্রচলিত নেই।
ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর একাধিক জাতীয় গণমাধ্যমে প্রকাশিত হয়। বিষয়টি গুরুত্ব পেলে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মো. মোতাছিম বিল্লাহর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে মো. সাইদুর রহমান ভূঁইয়াকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।