হত্যার হুমকি পাচ্ছি, আমার ৩ কন্যাকে দেখে রাইখেন: আমির হামজা
‘বিভিন্ন মাধ্যম থেকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে’ বলে অভিযোগ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বলেছেন, ‘আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন।’
রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে আমির হামজা এসব কথা বলেন।
আমির হামজা পোস্টে লিখেন, ‘একটু জানিয়ে রাখি- গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত ইনশাআল্লাহ। আপনাদের কাছে অনুরোধ রইলো, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন এবং আমার ৩ শিশু কন্যা সন্তানকে একটু দেখে রাইখেন। আমির হামজা।’
গত শুক্রবার প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর নাম বিকৃত করে ২৪ সেকেন্ডের একটি পুরোনো ভিডিও ক্লিপ নতুন করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে আমির হামজার বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। এরপর রোববার (১৮ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া জেলার বটতৈল মোড়ে মুফতি আমির হামজার বিরুদ্ধে নারীরা ঝাড়ু মিছিল করেন। মিছিলে অংশ নেওয়া নারীরা আমির হামজার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
তারা বলেন, একজন আলেম হয়ে কি এমন কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া যায়? মৃত ব্যক্তির নাম বিকৃত করে এমন বক্তব্য একজন আলেম কখনোই বলতে পারেন না।
এ ঘটনায় শনিবার (১৭ জানুয়ারি) আমির হামজা এক ফেসবুক পোস্টে লেখেন, ‘মরহুম আরাফাত রহমান কোকো সাহেবকে নিয়ে আমার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তব্যটি ২০২৩ সালের। আমি সেই সময়ই একটি বিষয় বুঝাতে যেয়ে উদাহরণটা দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম। এখন আবারও দুঃখ প্রকাশ করছি। কিন্তু পুরোনো বক্তব্য যারা সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর ষড়যন্ত্র করছেন, তারাও নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যেয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দিলেন না।’