Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

প্রধান উপদেষ্টা সুষ্ঠু নির্বাচন চান, তবে কিছু মানুষ বিভ্রান্ত করছে: তাহের

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহের | ছবি: ভিডিও থেকে নেওয়া

জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, প্রধান উপদেষ্টা নিজেও একটা সুষ্ঠু নির্বাচন চান, কিন্তু তার আশেপাশের কিছু মানুষ তাকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

রোববার (১৮ জানুয়ারি) যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তাহের বলেন, ‘প্রতিটি কেন্দ্রে সিসিটিভি স্থাপন করা হবে বলে আমাদের আশ্বস্ত করেছেন প্রধান উপদেষ্টা।’

এ সময় তিনি সেনাবাহিনী পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাউকেই ভোটকক্ষে প্রবেশের অনুমতি না দেওয়ার জন্য প্রধান উপদেষ্টার কাছে সুপারিশ করেন। তাহের বলেন, ‘কাউকে অনেক প্রোটকল দেওয়া হচ্ছে, অনেক প্রায়োরিটি দেওয়া হচ্ছে, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদেরও সমভাবে প্রোটোকল দিতে হবে।’

এর আগে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে দলটির চার সদস্যের প্রতিনিধি। সন্ধ্যা সাড়ে ৬টার পর তারা যমুনায় ঢোকেন।

জামায়াত আমীর ডা. শফিকুর রহমানের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দলে ছিলেন দলটির নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

সম্পর্কিত খবর :