ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত
ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বরিশাল-৫ (সদর-সিটি) আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে জামায়াতের প্রতিনিধিদলের বৈঠক শেষে দলটির নায়েবে আমীর আব্দুল্লাহ মো. তাহের দলের এই সিদ্ধান্ত জানান।
তিনি জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম নির্বাচন করবেন না। সেজন্য তাদের দলের নায়েবে আমির মুফতি ফয়জুল করীমের প্রতি সম্মান জানিয়ে তার আসনে আমাদের প্রার্থী প্রত্যাহার করে নেব।
তাহের বলেন, শুরুতে ১১টি রাজনৈতিক দল নিয়ে এই নির্বাচনী ঐক্য গঠিত হলেও বর্তমানে একটি দল আলাদা হয়ে গেলে বাকি ১০টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনের মাঠে রয়েছে।
ইসলামী আন্দোলনের জোট গঠনে অবদান ও পারস্পরিক সৌহার্দ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই আসনে জোটের প্রার্থী প্রত্যাহার করা হয়েছে বলেও তিনি জানান।