Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

আসছে মাকসুদা আখতার প্রিয়তীর ‘ভাঙনের ভাষা— ভাঙন থেকে বিকাশ’

ছবি: সংগৃহীত
‘ভাঙনের ভাষা— ভাঙন থেকে বিকাশ’ একটি আত্মজৈবনিক নন–ফিকশন বই। এতে মাতৃত্ব, মায়ের শারীরিক ও মানসিক পরিবর্তন, মাতৃত্বকালীন সাপোর্টের অভাব, পোস্টপার্টাম ডিপ্রেশন, দায়িত্বের অসম বণ্টন এবং নারীর নীরব ভাঙনের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। বইটিতে লেখক মাতৃত্বকে একক দায়িত্ব নয়, বরং যৌথ দায়িত্ব হিসেবে দেখার আহ্বান জানিয়েছেন।

বইয়ের লেখক মাকসুদা আখতার প্রিয়তী। আত্মজৈবনিক নন–ফিকশন ধরণের এই বইটি বাংলাদেশি নারী, বিশেষ করে মায়েদের জন্য লেখা।

এই বই কেন আলাদা

এই বইটি লেখার উদ্দেশ্য ছিল মায়েদের কষ্টকে ‘স্বাভাবিক’ বা ‘ব্যক্তিগত দুর্বলতা’ হিসেবে না দেখে, সামাজিক ও পারিবারিক কাঠামোর প্রেক্ষাপটে তুলে ধরা। এখানে মাতৃত্বকে রোমান্টিসাইজ করা হয়নি, বরং বাস্তব অভিজ্ঞতা, অদেখা শারীরিক যন্ত্রণা এবং দায়িত্ব ভাগ না হওয়ার সত্য কথা বলা হয়েছে।

বইয়ের শক্তিশালী কোট (২–৩টি)

‘টাকা দিয়ে সংসার চলে, কিন্তু টাকা দিয়ে একজন মায়ের মানসিক শান্তি ফেরানো যায় না।’

‘মাতৃত্ব একার দায়িত্ব নয়—কিন্তু অনেক মায়ের জীবন ঠিক সেটাই হয়ে যায়।’

‘মায়ের ভাঙন অনেক সময় রোগ নয়, এটা দায়িত্বের অসম বণ্টনের ফল।’

লেখক পরিচিতি (সংক্ষিপ্ত)

মাকসুদা আখতার প্রিয়তী একজন লেখক ও মা। তিনি ইতোমধ্যে পাঁচটি গ্রন্থের লেখক। তার লেখার মূল বিষয় নারীর অভিজ্ঞতা, মাতৃত্ব, মানসিক স্বাস্থ্য ও সামাজিক কাঠামো। “ভাঙনের ভাষা — ভাঙন থেকে বিকাশ” তার সাম্প্রতিকতম গ্রন্থ।

বইটি প্রকাশনার প্রক্রিয়ায় আছে। শিগগিরই প্রিন্ট ও ই–বুক আকারে পাওয়া যাবে।

সম্পর্কিত খবর :