জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, এগিয়ে শিবির সমর্থিত প্যানেল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের এখন পর্যন্ত ২৬টি কেন্দ্রের ফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে ভিপি, জিএস ও এজিএস পদে এগিয়ে আছেন ছাত্রশিবির ‘সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।
বুধবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় সর্বশেষ ফলাফল ঘোষণা করা হয়।
প্রকাশিত ফল অনুযায়ী, ভিপি পদে ছাত্রদল ও ছাত্র অধিকার পরিষদ ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থী একেএম রাকিব পেয়েছে ৩০১৩ ভোট। শিবির সমর্থিত অদম্য ঐক্যবদ্ধ জবিয়ান প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম পেয়েছে ৩৩৬৪ ভোট। ফলে ভিপি পদে মোট ভোটের হিসাবে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের রিয়াজুল এগিয়ে রয়েছেন ৩৫১ ভোটে।
প্রসঙ্গত, জকসু নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে অনেকক্ষণ স্থগিত ছিল। এরপর ম্যানুয়াল ও মেশিন উভয় পদ্ধতিতে গণনা শুরু হলেও ভোট গণনা সম্পন্ন করতে পারেনি নির্বাচন সংশ্লিষ্টরা।
মঙ্গলবার (৬ জানুয়ারি) দিবাগত রাত পৌনে ১টার দিকে ৫ ঘণ্টা পর পুনরায় ভোট গণনা শুরু হয়। এখনো ১৬ টি কেন্দ্রের ফল ঘোষণা বাকী।