Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

গণপূর্তের সাবেক প্রকৌশলী জাহিদার দুটি ফ্ল্যাট জব্দের আদেশ

ছবি : সংগৃহীত
গণপূর্ত অধিদপ্তরের সাবেক উপসহকারী প্রকৌশলী জাহিদা আক্তার মোহাম্মদপুরের ১৪৮৫ ও ১৩২৮ বর্গফুটের দুটি ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত। চুক্তিনামা অনুযায়ী এগুলোর মূল্য ১ কোটি টাকা। দুদকের আবেদনের পরিপেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

বুধবার (১৪ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। দুদকের উপপরিচালক শারিকা ইসলাম জব্দের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, জাহিদা আক্তার বৈধ আয়ের সাথে সামঞ্জস্যহীন সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগে সুনির্দিষ্টভাবে উল্লেখ আছে, তিনি মালয়েশিয়ায় "মালয়েশিয়া মাই সেকেন্ড হোম" কোটায় একটি অ্যাপার্টমেন্ট ক্রয় করেছেন।

অভিযোগে উল্লেখ আছে, তিনি ঢাকায়ও একাধিক ফ্ল্যাট ক্রয় করেছেন। মালয়েশিয়ার থেকে তার ব্যাংক হিসাব ও সম্পত্তি সংক্রান্ত ইনটেলিজেন্স রিপোর্ট সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে।

উল্লেখ্য, তিনি ২০২২ ৮ মে থেকে তার সরকারি চাকরি থেকে অব্যাহতির আবেদন করেন। গণপূর্ত অধিদপ্তরে তার চাকরি থেকে অব্যাহতির আবেদন প্রক্রিয়াধীন অবস্থায়ই তিনি মালয়েশিয়ায় চলে যান। তার কন্যা কুয়ালালামপুরের একটি আন্তর্জাতিক বিদ্যালয়ে অধ্যয়নরত ছিলো। পরে তিনি পিআর নিয়ে অস্ট্রেলিয়াতে চলে যান।

সম্প্রতি তিনি বাংলাদেশে প্রবেশ করেছেন। যেহেতু অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি চাকরি থেকে অব্যাহতির আবেদন করে অব্যাহতির বিষয়টি প্রক্রিয়াধীন অবস্থায়ই দীর্ঘদিন বিদেশে অবস্থান করেছেন। তার স্বামী গণপূর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রোকন উদ্দীন বর্তমানে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিও অস্ট্রেলিয়াতে পিআর পেয়েছেন। সেজন্য তার অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তার সম্পদ যেন অন্যত্র স্থানান্তর করতে না পারে, সেজন্য তার স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন।

সম্পর্কিত খবর :