Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

সাবেক কমিশনার জহুরুল হককে দুদকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ

দুদকের প্রধান কার্যালয়ে হাজির হন সাবেক কমিশনার জহুরুল হক | ছবি: ভিডিও থেকে সংগৃহীত
দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার জহুরুল হককে টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করছে দুদক। তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

বুধবার (১৪ জানুয়ারি) সকাল সাড়ে দশটায় তিনি কমিশনের প্রধান কার্যালয় রাজধানীর সেগুন বাগিচায় স্ত্রীসহ হাজির হন। দুপুর দেড়টা পর্যন্ত চলে জিজ্ঞাসাবাদ। দুর্নীতির নানা অভিযোগ রয়েছে দুদকের তদন্ত বিভাগের সাবেক কমিশনার জহুরুল হকের বিরুদ্ধে।

অভিযোগে বলা হয়েছে, দুদকের কমিশনার থাকাকালে ক্ষমতার অপব্যবহার করে তিনি তদন্তাধীন মামলার আসামি থেকে আর্থিক সুবিধা নিয়েছেন। জাল-জালিয়াতির মাধ্যমে রাজউক থেকে প্লট বরাদ্দ নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এদিকে বিটিআরসির চেয়ারম্যানও ছিলেন জহুরুল হক। অভিযোগ রয়েছে সেখানে দায়িত্ব পালনকালে বড় দুটি টেলিকম অপারেটর হতে শত শত কোটি টাকা ঘুষ নিয়েছেন তিনি। তার বিরুদ্ধে অর্জিত অর্থ পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণ করার অভিযোগেরও অনুসন্ধান করছে দুদক।

সম্পর্কিত খবর :