Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

প্রশাসন নিরপেক্ষ না হলে যেকোনো আসনেই ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা

ব্যারিস্টার রুমিন ফারহানা | ছবি: স্টার নিউজ
নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিশ্চিত না হলে দেশের যেকোনো আসনেই আবারও ‘৫ আগস্ট’-এর মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে মন্তব্য করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর দেশে একটি জাতীয় নির্বাচন সামনে এসেছে। এই আসনের প্রায় পাঁচ লাখ ভোটার যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, সে পরিবেশ তৈরির দায়িত্ব প্রশাসন, পুলিশ ও নির্বাচন কমিশনের। কোনো প্রার্থী বা কর্মী যেন কাউকে ভয়ভীতি দেখাতে না পারে-এটি নিশ্চিত করাও প্রশাসনের দায়িত্ব।’

প্রশাসনের প্রতি সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন পরিচালনায় সবাইকে পুরোপুরি নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষতার কোনো ঘাটতি দেখা দিলে দেশের যেকোনো আসনেই ৫ আগস্টের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। আইন যেন সবার জন্য সমানভাবে প্রয়োগ হয়, কাউকে “ডান চোখে” আর কাউকে “বাম চোখে” দেখা যাবে না।’

তিনি আরও বলেন, ‘প্রশাসন যদি আইনের ভেতরে থেকে দায়িত্ব পালন করে, তাহলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব হবে।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা।

এর আগে শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার একটি উঠান বৈঠক ভ্রাম্যমাণ আদালত বন্ধ করে দেয়। এ সময় তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার বাক্‌বিতণ্ডার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে সমালোচনার সৃষ্টি হয়।

সম্পর্কিত খবর :