Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

টুথব্রাশ কতদিন পরপর বদলানো উচিত?

দৈনন্দিন জীবনে দাঁত ব্রাশ করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর অভ্যাস। এটি শুধু মুখের স্বাস্থ্যের জন্য নয়, পুরো শরীরের সুস্থতার জন্যও অপরিহার্য। নিয়মিত ভালোভাবে ব্রাশ করলে দাঁতের ক্ষয় ও ক্যাভিটি প্রতিরোধ, মাড়ির রোগ প্রতিরোধ, মুখের দুর্গন্ধ দূর করা, সৌন্দর্য ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। সর্বোপরি গোটা শরীরের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত এটি সুস্থ থাকার মাধ্যমে টাকা ও সময় বাঁচায়। এজন্য দিনে কমপক্ষে ২ বার (সকালে ও রাতে) দাঁত ব্রাশ করা উচিত। সঙ্গে মুখের স্বাস্থ্য আরও ভালো রাখতে হলে ফ্লস ও মাউথওয়াশ ব্যবহার করতে হবে।

দাঁত ভালো রাখতে আধুনিক সময়ে ব্রাশের ব্যবহারই বেশি। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও এখন ব্রাশের ব্যবহারই মূখ্য। এ অবস্থায় স্বভাবতই প্রশ্ন উঠে, টুথব্রাশ কতদিন পরপর বদলানো উচিত?

বেশিরভাগ টুথব্রাশ নির্মাতা প্রতিষ্ঠান ও দাঁতের চিকিৎসকেরা মনে করেন, প্রতি তিন মাসে একবার টুথব্রাশ (বা ইলেকট্রিক টুথব্রাশের মাথা) পরিবর্তন করা উচিত।

তবে যদি দেখেন ব্রাশের ব্রিসল (তন্তু) শক্ত হয়ে যাচ্ছে বা ছিঁড়ে যাচ্ছে, তাহলে আরও আগে পরিবর্তন করার পরামর্শ দেওয়া হয়, যাতে সঠিকভাবে দাঁত ব্রাশ করা যায়।

অনেকে মনে করেন, অসুস্থ থাকার পরও টুথব্রাশ বদলে ফেলা উচিত। যদিও এর পক্ষে পর্যাপ্ত প্রমাণ নেই।

কিছু বিশেষজ্ঞ বলেন, আপনি নিজেই আবার নিজের শরীরে একই জীবাণু দিয়ে সংক্রমিত হওয়ার সম্ভাবনা খুবই কম, যদি না আপনার রোগপ্রতিরোধ ক্ষমতা খুব দুর্বল হয়।

সম্পর্কিত খবর :