Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

জাবিতে বিদেশি মদসহ আটক শিক্ষার্থী ১ বছরের জন্য বহিষ্কার

জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয় | সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) আবাসিক হলের কক্ষ থেকে ২০ বোতল বিদেশি মদসহ আটক এক শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মীর মশারফ হোসেন হলের শিক্ষার্থী। তার বাড়ি জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া গ্রামে।

অফিস আদেশে বলা হয়, গত রোববার (৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল প্রশাসন ওই হলের ৭২৩ নম্বর কক্ষে অভিযান চালায়। এসময় ওই কক্ষের লকার ও খাটের নিচ থেকে ২০ বোতল বিদেশি মদসহ ওই শিক্ষার্থীকে আটক করা হয়।

​এ ঘটনায় হল প্রশাসনের দেওয়া তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত শিক্ষার্থীকে ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮’-এর ৪ (১) (গ) ধারা অনুযায়ী ১ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

এদিকে, বহিষ্কৃত শিক্ষার্থী ফজলে আজওয়াদ মীর মশাররফ হোসেন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বলে জানা গেছে। তবে আজ সোমবার বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দপ্তর সম্পাদক স্বাক্ষরিত এক লিখিত বিবৃতিতে তাকে ছাত্রদলের কর্মী হিসেবে অস্বীকার করা হয়েছে।

সম্পর্কিত খবর :