Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

চবির ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে আসন প্রতি লড়েছেন ৭৩ জন

স্টার নিউজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান অনুষদ-ভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন প্রতি লড়েছেন ৭৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় এ ভর্তি পরীক্ষা শুরু হয়ে দুপুর সাড়ে ১২টায় শেষ হয়।

প্রশাসনের তথ্যমতে, ‘এ’ ইউনিটের অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। ইউনিটটিতে মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী, যা মোট আবেদনকারীর প্রায় ৯১ দশমিক ১৪ শতাংশ।

অন্যদিকে, গতবারের মতো এবারও চবিসহ ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন আবেদনকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বলেন, ‘আজ এ ইউনিটের ভর্তি পরীক্ষা কোনো ঝামেলা ছাড়াই সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীরা সুশৃঙ্খলভাবে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও সন্তোষজনক ছিল।’

সম্পর্কিত খবর :