জকসু নির্বাচন
১৪ কেন্দ্রের ফলাফলে এগিয়ে যারা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে ১৪ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে একেএম রাকিব (ছাত্রদল) ১৬৭৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। আর রিয়াজুল (শিবির) ১৪২৪ ভোট পেয়েছেন। ২৪৯ ভোটে এগিয়ে রাকিব।
বুধবার (৭ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত জকসু নির্বাচনের ফলাফল কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ থেকে ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত ফলাফলে সহ সভাপতি (ভিপি) পদে এগিয়ে আছেন ছাত্র অধিকার পরিষদ ও সাধারণ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের এ কে এম রাকিব। তিনি পেয়েছেন ১৬৭৩ ভোট।
রাকিবের নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী ছাত্রশিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের রিয়াজুল ইসলাম। তিনি পেয়েছেন ১৪২৪ ভোট।
সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৬১২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের আব্দুল আলীম আরিফ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের খাদিজাতুল কুবরা। তিনি পেয়েছেন ৭৯৩ ভোট। ৮১৯ ভোটে এগিয়ে আব্দুল আলীম।
সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে এগিয়ে অদম্য জবিয়ান ঐক্য প্যানেলের মাসুদ রানা। তিনি পেয়েছেন ১৪৬৬ ভোট। একই পদে ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের আতিকুল ইসলাম তানজীল পেয়েছেন ১২৯৭ ভোট। ১৬৯ ভোটে এগিয়ে মাসুদ।
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ব্রিফিংয়ে সহকারী নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শহিদুল ইসলাম বলেন, ‘দুটি মেশিনে ভিন্ন ফলাফল আসায় যাচাই করতে সময় লাগছে এবং অভিন্ন ও নির্ভুল ফল নিশ্চিত করেই গণনা এগিয়ে নেওয়া হবে।’
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৩৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।