Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

নড়াইলে বিদেশি পিস্তল ও গুলিসহ মালয়েশিয়া প্রবাসী গ্রেপ্তার

জব্দকৃত অস্ত্র | স্টার নিউজ

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা গ্রামে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ শিকদার লিমন (৩৫) নামে এক মালয়েশিয়া প্রবাসীকেগ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার (১৮ জানুয়ারী) ভোর রাতে উপজেলার ইতনা গ্রামের পশ্চিমপাড়ায় বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকেগ্রেপ্তার করে।

লোহাগড়া থানার এসআই রবিউল ইসলাম জানান, ইতনা গ্রামের পশ্চিমপাড়ার শিকদার লিমন ও শিকদার রিয়াজ নামের আপন দুই ভাই সন্ত্রাসী কর্যক্রমের উদ্দেশে তাদের বাড়িতে অবৈধভাবে আগ্নেয়াস্ত্র মজুত করে রেখেছে বলে সেনা ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে। পরে সেনাবাহিনীর একটি বিশেষ দল ও লোহাগড়া থানা পুলিশ যৌথভাবে অভিযুক্তদের বাড়িতে শনিবার মধ্য রাতে অভিযান চালায়। অভিযানে তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে বেসিনের পেছনের অংশ থেকে একটি বিদেশি ৭২ দশমিক ৬২ মিলিমিটারের পিস্তল, পিস্তলের ম্যাগাজিন, এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এসময় ঘরের কার্নিশ থেকে এক বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

এছাড়াও বাড়ির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানে লিমনকেগ্রেপ্তার করা গেলেও তার ভাই শিকদার রিয়াজ পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত লিমন প্রায় ১১ বছর যাবৎ মালয়েশিয়ায় ছিলেন। তার পার্সপোর্টে ভিসার মেয়াদ থাকায় তার ব্যবহৃত ৩টি পাসপোর্ট জব্দ করা হয়েছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, ‘এ ঘটনায় লোহাগড়া থানায় অস্ত্রআইনে মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে'।

সম্পর্কিত খবর :