Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

ইঁদুরের বিষ্ঠা ও পোকা দিয়ে সরিষার তেল তৈরি, ব্যবসায়ীর জরিমানা

ভ্রাম্যমাণ আদালতের অভিযান | স্টার নিউজ
চুয়াডাঙ্গায় ইঁদুরের বিষ্ঠা ও মরা পোকা দিয়ে সরিষার তেল তৈরি ও বাজারজাত করার অপরাধে এক ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার দৌলতদিয়াড় এলাকায় ওই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান জানান, বিকেলে দৌলতদিয়াড় এলাকায় তদারকিমূলক অভিযান চালানো হয়। এসময় ইঁদুরের বিষ্ঠা, মরা পোকা দিয়ে অপরিচ্ছন্ন সরিষার তেল তৈরি ও বাজারজাত করার অপরাধে মেসার্স জয় গোপাল ওয়েল, চিড়া ও মুড়ি মিলের মালিক অসীম কুমার অধিকারীকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভালো মানের পরিচ্ছন্ন সরিষা দিয়ে তেল তৈরি করে বাজারজাত করার জন্য নির্দেশনা দেয়া হয়।

অভিযানে সহযোগিতা করেন নিরাপদ খাদ্য অফিসার জনা সজীব পাল, ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম এবং চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম।

সম্পর্কিত খবর :