শ্রীমঙ্গলে থার্মোয়েল হিটার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অটো রাইস মিলের থার্মোয়েল হিটার (বয়লার) বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।
শনিবার (১৭ জানুয়ারি) রাত ১২টার দিকে শ্রীমঙ্গলের কাজিরবাজার এলাকায় রসনি অটো রাইসমিলে মেরামত কাজ করার সময় এ ঘটনা ঘটে।
রাইস মিলের মালিকপক্ষের আইনি পরামর্শক ব্যারিস্টার সাদমান সাদমান মোস্তফা জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি পুনরায় চালু করার পদক্ষেপে নেয় মালিকপক্ষ। মেশিনগুলো সচল করতে আসা শ্রমিকরা কাজ করার সময় একটি থার্মোওয়েল হিটারে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে ৪ জন আহত হন।
পুলিশ জানায়, আহতদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ১টার দিকে আছাদুল ইসলাম (৩৯) নামের একজনকে মৃত ঘোষণা করেন। তার বাড়ি গাইবান্ধা জেলায়। মৃতদেহটি বর্তমানে ২৫০ শয্যা বিষিষ্ট মৌলভীবাজার জেনারেল হাসপাতালে রয়েছে।
এ ঘটনায় আহত রাব্বানী (২৫) তামিম (২৩) ও আব্দুল হাকিম (৩৫) গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে প্রথমে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে সদর হাসপাতাল মৌলভীবাজার প্রেরণ করে। এরপর জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না বলেন, 'বিস্ফোরণে নিহতদের স্বজনদের খবর দেয়া হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে। এখনও কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেননি'।