Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

টাঙ্গাইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী-চালকের মৃত্যু

দুর্ঘটনা কবিলিত মোটরসাইকেল | স্টার নিউজ
টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী ও চালক নিহত হয়েছেন।এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় ভাতকুড়া-নলুয়া সড়কের বাসাইল এমদাদ-হামিদা ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মিলন(২৪) এবং আরফান খান(৭৫)। বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, সখীপুর উপজেলার ফাইলা পাগলার মেলা থেকে ফেরার পথে একটি মোটরসাইকেল তিনজন আরোহীসহ বাসাইল কলেজের সামনে গেলে তা নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীর ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী ও মোটরসাইকেল চালকের মৃত্যু হয়। মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। আহত দুইজনকে চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হুমায়ুন কবির বলেন, 'সন্ধ্যায় বাসাইলের কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পথচারী ও মোটরসাইকেল চালকের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আহত দুইজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে'।

সম্পর্কিত খবর :