পক্ষপাতমূলক আচরণ করলে ইসির বিরুদ্ধে আন্দোলনে যাবে এনসিপি
দ্বৈত নাগরিকত্ব আছে এমন ব্যক্তিদের নির্বাচনে অংশ নিতে দিবে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আর এই বিষয়ে নির্বাচন কমিশন যদি পক্ষপাতমূলক আচরণ করে তাহলে ইসির বিরুদ্ধে আন্দোলনে যাবে দলটি।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান বলেন, ‘নির্বাচন কমিশন একপাক্ষিক আচরণ করছে এবং বিশেষ গোষ্ঠীর প্রতি নমনীয়তা দেখাচ্ছে। ইসির এমন বিতর্কিত ভূমিকার কারণে এই নির্বাচনও বিগত তিনটি নির্বাচনের মতোই প্রশ্নবিদ্ধ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।’
দ্বৈত নাগরিকদের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানে স্পষ্টভাবে বলা আছে কেউ বিদেশি নাগরিকত্ব গ্রহণ করলে বা অন্য দেশের প্রতি আনুগত্য প্রকাশ করলে তিনি সংসদ সদস্য হওয়ার যোগ্যতা হারাবেন। অথচ দেখা যাচ্ছে, দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও অনেকে ইসিতে গিয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং পেশিশক্তির মহড়া দিচ্ছেন।’
এনসিপি কোনোভাবেই বিদেশি নাগরিক বা ঋণখেলাপিদের বাংলাদেশের নির্বাচনে অংশ নিতে দেবে না উল্লেখ করে তিনি বলেন, ‘কমিশন যদি তাদের বৈধতা দেয়, তবে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’
প্রয়োজনে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় ওই সব প্রার্থীর বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলারও ঘোষণা দেন তিনি।