ঝিনাইদহে থেমে থাকা ট্রেনে পাথর নিক্ষেপ, ৪ যুবক আটক
ঝিনাইদহের কালীগঞ্জে মোবারকগঞ্জ রেলস্টেশনে থেমে থাকা ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রেলওয়ে পুলিশ চার যুবককে আটক করে খুলনা জিআরপি কার্যালয়ে নিয়ে গেছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনে এ ঘটনা ঘটে। আটক হওয়াযুবকরাহলো, তানভীর, ফয়সাল, নিকুঞ্জ ও শাকিব। তারা কালীগঞ্জ শহরের বাসিন্দা বলে জানা গেছে।
মোবারকগঞ্জ রেলস্টেশন অফিস সূত্রে জানা গেছে, চিলাহাটি থেকে খুলনা অভিমুখে যাচ্ছিলো রুপসা এক্সপ্রেস ট্রেন। ট্রেনটি মোবারকগঞ্জ স্টেশনে পৌছে থেমে অবস্থান করছিল। এসময় কাশীপুর এলাকায় বাইরে থেকে কয়েকজন যুবক ট্রেনের জানালায় পাথর ছুড়ে মারে। এতে জানালার গ্লাস ভেঙে যায়। এসময় ট্রেনের যাত্রীরা রেলওয়ে পুলিশের সদস্য ও রেল কর্তৃপক্ষকে তাৎক্ষণিক অবহিত করলে রেলওয়ে পুলিশ ও স্টেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত ৪ যুবককে হাতেনাতে আটক করে।
মোবারকগঞ্জ রেলস্টেশনের স্টেশন মাস্টার শাহজাহান শেখ বলেন, 'থেমে থাকা ট্রেনে পাথর নিক্ষেপের অপরাধে ট্রেন থামিয়ে ৪ যুবককে আটক করা হয়েছে। আটকদের খুলনা রেলস্টেশনের উদ্দেশে ধরে নিয়ে গেছে ট্রেনের নিরাপত্তায় নিয়োজিত জিআরপি পুলিশ'।
তিনি আরও জানান, ঘটনার পর যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক সৃষ্টি হলেও রেল কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।