Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

ইসির শুনানিতে মিন্টু-হাসনাতের বাকবিতণ্ডা

ছবি: সংগৃহীত
নির্বাচন কমিশনে (ইসি) আপিল শুনানির এক পর্যায়ে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী আবুল হাসনাত আবদুল্লাহর মধ্যে বাকবিতণ্ডা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে নির্বাচন ভবনে দ্বৈত নাগরিকত্ব নিয়ে মানিকগঞ্জ-৩ আসনে ধানের শীষের প্রার্থী আফরোজা খানমের মনোনয়নপত্র বৈধতার বিরুদ্ধে আপিলের শুনানি চলাকালে এই ঘটনা ঘটে।

নির্বাচন কমিশনে (ইসি) এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আইনজীবীদের ব্যাখ্যা শেষে কমিশন দুপুরে আধা ঘণ্টার জন্য বিরতি দেয়। পুরো কমিশন আসন ত্যাগ করার পরপর মঞ্চের সামনে আপিলের পক্ষে-বিপক্ষের আইনজীবীরা জড়ো হতে থাকেন। এ সময় তারা বাদানুবাদে জড়িয়ে পড়েন।

বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টু এ সময় বিরোধী পক্ষের উদ্দেশে ক্ষোভ প্রকাশ করেন। দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে মিন্টুর মনোনয়নপত্র বাতিলের শুনানি ছিল এ দিন।

অন্য শুনানির জন্য উপস্থিত এনসিপির প্রার্থী হাসনাত আবদুল্লাহ আপত্তি জানালে অডিটোরিয়ামে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিরতির পর শুনানি শুরু হলে হাসনাত আবদুল্লাহ কমিশনের কাছে অভিযোগ তুলে বলেন, বিএনপি প্রার্থী মিন্টু অশ্রাব্য ভাষায় গালাগাল করেছেন। ‘ব্লাডি সিটিজেন’, বলে গালিগালাজ করেছেন এবং বল প্রয়োগেরও চেষ্টা করেছেন। এ সময় এনসিপির এই নেতা ইসির কাছে রুলিং দাবি করেন।

পরে গণমাধ্যমকর্মীদের হাসনাত আবদুল্লাহ বলেন, ‘যারা এলিটিসিজম দেখাতে আসে তারা রাজনৈতিক এলিটিসিজম বাসায় রেখে তারপর যেন বের হন। আপনি ব্লাডি সিটিজেন বলবেন, আবার তাদের কাছেই ভোট চাইবেন, সেটি হবে না।’

সম্পর্কিত খবর :