Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

বিএনপি আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে: আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া | সংগৃহীত
বিএনপি নিজেদের বড় দল দেখিয়ে আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে বলে অভিযোগ তুলেছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।। তিনি বলেন, 'যারা বিদেশে টাকা বানিয়ে বিদেশে বিলাসী জীবন যাপন করেছে, তারা এখন এসেছে নির্বাচন করতে'।

শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় দলটির অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, 'নির্বাচন কমিশনের এক পাক্ষিক আচরণ দেখে মনে হচ্ছে তারা আগের মতই নির্বাচন করতে চাচ্ছে। দ্বৈত নাগরিকত্ব থাকা সত্বেও অনেকেই কমিশনে গিয়ে মাস্তানি করছে।' নির্বাচন কমিশনও আইনের ফাক ফোঁকর দেখিয়ে একটা দলকে সুযোগ দিতে চাচ্ছে বলে অভিযোগ তার।

তিনি বলেন, 'কোনো দ্বৈত নাগরিককে আমরা নির্বাচন করতে দিব না। এটা কেউ করতে চাইলে আমরা আইনি সহায়তা নেব। প্রয়োজনে রাজপথে নামবো। বর্তমান কমিশনকে কোন ভাবেই বিগত তিনটা নির্বাচনের মত নির্বাচন করতে দিব না'।

আসিফ মাহমুদ আরও বলেন, 'নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে কাজ করতে না পারে, তাহলে কমিশন পুনর্গঠন করার জন্য কাজ করবে। প্রয়োজনে কয়েকদিন দেরিতে নির্বাচন হবে'।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন এবং নির্বাচন পরিচালনা কমিটির আইনি সহায়তা বিষয়ক উপকমিটির প্রধান অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

সম্পর্কিত খবর :