Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অপে ক্ষা

  • Days
  • Hours
  • Min
  • Sec

‘বিটিএস’এর নতুন অ্যালবামের নাম প্রকাশ

বিটিএস এর সদস্যরা | সংগৃহীত
আন্তর্জাতিক সঙ্গীত ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় কে-পপ দল বিটিএস তাদের দীর্ঘ চার বছর বিরতির পর আবারও কামব্যাক ঘোষণা করেছে। আগামী মার্চ মাসে আসতে চলেছে এই ব্যান্ড দলের নতুন অ্যালবাম।

বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের অধ্যায় পেরিয়ে গত বছর অবশেষে একসঙ্গে ফিরে আসেন দলের আর এম, জিন, জে হোপ, জিমিন, ভি, জাং কুক ও সুগা।

প্রথমে ঘোষণা আসে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণ সংগীত সফরের। এরই সূত্র ধরে নতুন বছরের শুরুতেই বিটিএস জানায়, আগামী ২০ মার্চ প্রকাশ পাবে তাদের নতুন অ্যালবাম।

কোরিয়ার সবচেয়ে জনপ্রিয় লোকগানের নাম থেকেই অ্যালবামের নাম ‘আরিরাং’ রেখেছে বিটিএস।

‘আরি’ শব্দের অর্থ সুন্দর আর ‘রাং’ শব্দের অর্থ প্রিয়জন। আরিরাং দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরনো একটি লোকগান। প্রজন্মের পর প্রজন্ম ধরে গানটি কোরিয়ানদের মুখে মুখে ফিরছে।

এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে, অ্যালবামে নিজেদের শেকড়কে তুলে ধরেছে বিটিএস। পাশাপাশি হৃদয়ের আকুলতা ও ভালোবাসায় সুর বুনেছেন শিল্পীরা।

বিগ হিট মিউজিক সূত্রে আরও জানা যায়, বিটিএসের ‘আরিরাং’ অ্যালবামে গান থাকবে মোট ১৪টি। অ্যালবামের রেকর্ডিং হয়েছে ২০২৫ সালের শেষ সময়ে।

সম্পর্কিত খবর :