Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

ভারতকে ‘ধিক্কার’ জানালেন মিশা সওদাগর

চলচিত্র অভিনেতা মিশা সওদাগর | ছবি : সংগৃহীত
আইপিএলের আসন্ন আসরে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় ভারতীয় ক্রিকেট বোর্ডকে ধিক্কার ও নিন্দা জানিয়েছেন জনপ্রিয় চলচিত্র অভিনেতা মিশা সওদাগর।

রোববার (৪ জানুয়ারি) দুপুরে একটি বেসরকারি টিভি চানেলে বিশেষ অনুষ্ঠানে অংশ নেন তিনি। সেখানে তিনি চলচ্চিত্রে আসার আগে নিজে একজন ‘স্পোর্টসম্যান’ ছিলেন সেই গল্প করেন। অনুষ্ঠানে মিশার কথায় উঠে আসে মুস্তাফিজ, আইপিএল ইস্যু ও ভারতীয় ক্রিকেট বোর্ডের অভদ্র আচরণ।

তখন মিশা বলেন, ‘রাজনীতি বা উগ্রতার কারণে সংস্কৃতিকে ছাড়িয়ে যারা এই কাজ করেছে (ভারতীয় ক্রিকেট বোর্ড) তাদের ধিক্কার জানাই।’

মিশা বলেন, ‘আমি ক্রিকেট লাভার, এই খেলাকে খুবই পছন্দ করি। দুঃখের সাথে বলতে হচ্ছে, মুস্তাফিজ একজন অসাধারণ ক্রিকেটার। ওকে সামনে বসিয়ে আদর করা যায়, সম্মান জানানো যায়। মাশরাফির পর বাংলাদেশের ক্রিকেটে বোলার হিসেবে ওর ঐশ্বর্যপূর্ণ ক্যারিয়ার। ওর মধ্যে অহংকারের ‘অ’ পর্যন্ত নেই। মুস্তাফিজ সবার কাছে অনুকরণীয় এবং অনুসরণীয় হয়ে থাকবে। সে যেখানেই যায় সেখানে ভালো খেলে।’

তিনি আরও বলেন, ‘মুস্তাফিজ আমাদের দেশের গ্লোবাল সুপারস্টার। সে শাহরুখের দলে বাংলাদেশের ৯ কোটি টাকায় কাস্ট হয়েছিল। এটা পুরো বিশ্বে নিউজ হয়েছিল। এমনও জানা গিয়েছিল, ২০ কোটি টাকা হলেও মুস্তাফিজকে নেয়া হতো। ওকে এভাবে নেয়া মানে আমরা পুরো জাতি সম্মানিত হওয়া। কিন্তু রাজনীতি হোক বা উগ্রতার কারণে যারা (ভারতীয় ক্রিকেট বোর্ড) সংস্কৃতি ছাড়িয়ে প্রতিবন্ধকতা তৈরি করলো তাদের ধিক্কার। এই মন মানসিকতা দুনিয়ার যাদেরই আছে তাদের প্রতি নিন্দা জ্ঞাপন করছি। তাদের সাথে আমরা কখনোই আপস করবো না।

মিশা সওদাগর প্রত্যাশা করেন, ভারতীয় ক্রিকেটের বোর্ডের বোধদয় হবে, মুস্তাফিজকে বাদ দিয়ে যে ভুল করেছে সেই ভুল তারা বুঝতে পারবে।

সম্পর্কিত খবর :