সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ‘কল অব ডিউটি’র সহ-নির্মাতা ভিন্স জাম্পেলা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর।
রবিবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে কংক্রিটের ব্যারিয়ারে ধাক্কা দিলে আগুন ধরে যায়। দুর্ঘটনায় গাড়িতে থাকা দুজনই ঘটনাস্থলেই প্রাণ হারান।
ভিন্স জাম্পেলা ছিলেন আধুনিক ভিডিও গেম শিল্পের অন্যতম পথিকৃৎ। তিনি জনপ্রিয় গেম নির্মাণ প্রতিষ্ঠান ‘রেসপন এন্টারটেইনমেন্ট’-এর সহপ্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠান থেকেই জন্ম নেয় বিশ্বজুড়ে জনপ্রিয় গেম সিরিজ ‘টাইটানফল’, ‘এপেক্স লেজেন্ডস’ এবং ‘স্টার ওয়ার্স জেডাই’। এর আগে তিনি ‘ইনফিনিটি ওয়ার্ড’ স্টুডিওর মাধ্যমে ‘কল অব ডিউটি’ সিরিজ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
দীর্ঘ কর্মজীবনে তিনি ‘মেডাল অব অনার’, ‘কল অব ডিউটি’ ও ‘ব্যাটলফিল্ড’- এই তিনটি জনপ্রিয় গেম ফ্র্যাঞ্চাইজ গড়ে তুলতে প্রত্যক্ষ অবদান রাখেন। দুই হাজার একুশ সালে তাকে ‘ব্যাটলফিল্ড’ সিরিজের দায়িত্ব দেওয়া হয়। এটি পরবর্তীতে নতুন সাফল্য পায়।