Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

বিয়ে করলেন অভিনেতা পার্থ শেখ

অভিনেতা পার্থ শেখ ও স্ত্রী সামিহা রহমান | ছবি: সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমানের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন তিনি।

পার্থ ও সামিহার বিয়ের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভকামনা জানিয়েছেন। ছবির ক্যাপশনে নির্মাতা লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, বর-বধু সাজে পার্থ ও সামিহা হাস্যোজ্জ্বল মুখে পোজ দিয়েছেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ কিছু বন্ধু।

জানা গেছে, দুই পরিবারের সম্মতিতে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত দুই বছরে অভিনেতা হিসেবে বেশ ব্যস্ত সময় পার করছেন পার্থ শেখ। বিশেষ করে ওয়েব সিরিজ ‘কারাগার’-এ তার অভিনয় দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল।

এছাড়াও নিয়মিত কাজ করছেন একক ও ধারাবাহিক নাটকে।

এদিকে অভিনেতার বিয়েরখবরটি ছড়িয়ে পড়লে ভক্তদের মধ্যে তৈরি হয় উচ্ছ্বাস। মন্তব্য ও শুভেচ্ছায় ভরে ওঠে সামাজিক যোগাযোগমাধ্যম।

সম্পর্কিত খবর :