Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

একসঙ্গে নেই তাহসান-রোজা

গেল বছর মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদের সঙ্গে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছিলেন তাহসান খান | ছবি: সংগৃহীত
গেল বছরের শুরুতেই বিয়ে করেছিলেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান এবং মেকওভার আর্টিস্ট হিসেবে পরিচিত রোজা আহমেদ। তবে গত কয়েকদিন ধরে সম্পর্ক ভালো যাচ্ছে না তাদের। দুইজনই বর্তমানে আলাদা থাকছেন।

শনিবার (১০ জানুয়ারি) আলাদা থাকার বিষয়টি স্টার নিউজকে নিশ্চিত করেছেন তাহসান খান।

তিনি স্টার নিউজকে বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতে না চাইলেও ভুল তথ্যের কারণে সত্যটা বলা প্রয়োজন হয়ে পড়েছে। অনেকদিন ধরেই আমরা একসঙ্গে থাকছি না।’

উল্লেখ্য, ২০২৫ সালের ৪ জানুয়ারি মাত্র চার মাসের পরিচয়ে রোজা আহমেদকে বিয়ে করেন তাহসান খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করা রোজা আহমেদ একজন সফল উদ্যোক্তা। লেখাপড়া শেষে তিনি কসমেটোলজি লাইসেন্স নিয়েছেন। পরে নিউইয়র্কের কুইন্সে ‘রোজাস ব্রাইডাল মেকওভার’ নামের একটি প্রতিষ্ঠানও দিয়েছেন।

গত এক দশকেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে ব্রাইডাল মেকআপ শিল্পী হিসেবে তিনি পরিচিত। পাশাপাশি কয়েক হাজার নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের উদ্যোক্তা হতে সহায়তা করেছেন।

অপরদিকে, দেশের বিনোদন জগতে অন্যতম খ্যাতিমান ব্যক্তিত্ব তাহসান খান। তিনি একাধারে গীতিকার, কণ্ঠশিল্পী, অভিনেতা, টেলিভিশন উপস্থাপক ও শিক্ষক। ব্ল্যাক নামের একটি ব্যান্ডের মাধ্যমে নিজের সঙ্গীত ক্যারিয়ারের যাত্রা শুরু করেন তাহসান। পরে এককভাবে নিজের ক্যারিয়ারকে সাফল্যের চূড়ায় নিয়ে যান এই গুণী শিল্পী। পাশাপাশি বড় ও ছোটপর্দায় তার অভিনয়ও বেশ প্রশংসিত হয়েছে।

সম্পর্কিত খবর :