হলিউড নির্মাতা রব রেইনার ও তার স্ত্রীকে হত্যা, ফাঁসছেন ছেলে নিক
হলিউড পরিচালক রব রাইনার ও তার স্ত্রী মিশেল রাইনারের মৃত্যুর ঘটনায় তাদের ছেলে নিক রাইনারের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন লস অ্যাঞ্জেলেসের কৌঁসুলিরা।
জেলা কৌঁসুলি নাথান হখম্যান জানান, নিক রাইনারের বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার দুটি অভিযোগ আনা হয়েছে, যেখানে একাধিক হত্যার বিশেষ পরিস্থিতির কথাও উল্লেখ করা হয়েছে।
দোষী প্রমাণিত হলে তার প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড হতে পারে। কারা কর্তৃপক্ষের কাছ থেকে চিকিৎসাগত ছাড়পত্র পাওয়ার পর তাকে আদালতে হাজির করা হবে, সেখানে তিনি আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি হবেন এবং নিজের বক্তব্য দেবেন বলে জানান হখম্যান।
রব রাইনার ও তার স্ত্রী মিশেল রাইনার দম্পতির মরদেহ ক্যালিফোর্নিয়ার ব্রেন্টউডে তাদের নিজ বাড়িতে একাধিক ছুরিকাঘাতের চিহ্নসহ পাওয়ার দুই দিন পর এই অভিযোগ আনা হলো।