Search

Search

এক্সক্লুসিভ ও ব্রেকিং খবর পেতে আপনার মোবাইল নম্বরটি দিন

স্টার পরিবারে আপনাকে স্বাগতম। নিশ্চিন্ত থাকুন, আমরা স্প্যাম করি না।

অভিনেতা ইরফান খানের জন্মদিন আজ

প্রয়াত অভিনেতা ইরফান খান | ফাইল ছবি/সংগৃহীত
বলিউড ও বিশ্ব সিনেমার অন্যতম শ্রদ্ধেয় অভিনেতা ইরফান খান, অভিনয়কে যিনি শব্দের ঊর্ধ্বে তুলে ধরেছিলেন। প্রয়াত এই অভিনেতার চলে যাওয়াটা যেন আজও মেনে নিতে পারেনি সিনেমাপ্রেমীরা।

আজ বুধবার (৭ জানুয়ারি) ইরফান খানের জন্মদিন। ১৯৬৭ সালের ৭ জানুয়ারি ভারতের রাজস্থানের জয়পুরের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।অভিনয়ে সংযম, চোখের ভাষা ও স্বাভাবিক উপস্থিতির মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন, নায়কত্ব মানেই উচ্চস্বরে সংলাপ নয়, বরং গভীর অনুভূতির নিঃশব্দ প্রকাশ।

থিয়েটার থেকে বলিউড, তারপর হলিউড জয় করেন তিনি। ‘মকবুল’ (২০০৪), ‘পান সিং তোমার’ (২০১২), ‘দ্য লাঞ্চবক্স’ (২০১৩), ‘লাইফ অব পাই’ (২০১২), ‘স্লামডগ মিলিয়নেয়ার’ (২০০৮)-এর মত সিনেমাতে অভিনয় করে ইরফান হয়ে ওঠেন আন্তর্জাতিক মানের অভিনেতা। চরিত্রের গভীরে ঢুকে যাওয়ার ক্ষমতা তাকে আলাদা করে চিনিয়েছে।

২০১৮ সালে ইরফান খানের শরীরে নিউরো-এন্ডোক্রাইন টিউমার ধরা পড়ে। লন্ডনে প্রায় এক বছর চিকিৎসা নিয়ে ভারত ফেরেন তিনি। এরপর তিনি নিজের সর্বশেষ সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এর অসমাপ্ত কাজ শেষ করেন।
২০২০ সালে ইরফান খান আমাদের ছেড়ে গেলেও, তিনি রয়ে গেছেন তার কাজের মধ্যেই নীরব অভিনয়ের এক জীবন্ত মানদণ্ড হয়ে।

সম্পর্কিত খবর :